Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাবি শিক্ষার্থীরা পাঁচ মাসেও বিভাগ উন্নয়ন ফি ফেরত পায়নি 

আসিফ আল-মামুন, জাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৯:২৮ PM
আপডেট: ০৬ মে ২০১৯, ০৯:২৮ PM

bdmorning Image Preview
প্রতীকী


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বিভাগ উন্নয়ন ফি এখনো ফিরিয়ে দেওয়া হয়নি। বেশ কয়েকবার কথা বললেও ফান্ডে টাকা নেই, পরে দেওয়া হবে বলে শিক্ষার্থীদের বলা হয়েছে বলে জানিয়েছেন, বিভাগের ৪৩ তম আবর্তনের শিক্ষার্থীরা।

গত বছরের ডিসেম্বরে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর আন্দোলনের মুখে ‘বিভাগ উন্নয়ন ফি’ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘উন্নয়নের নামে ফি’ না নিতে বিভাগগুলোকে নির্দেশ দেওয়ার পাশাপাশি যেসব বিভাগ ফি নিয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু চার মাস পার হলেও এখনো তা বাস্তবায়ন করেনি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ৫৪জন শিক্ষার্থীর কাছে থেকে টাকা আদায় করে বিভাগ।পরে প্রশাসন তা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেও শিক্ষার্থীদের টাকা ফিরিয়ে দেওয়া হয় নি। 

এ বিষয়ে জানতে চাওয়া হলে বিভাগের সভাপতি প্রফেসর ড নূরুল করিম কোন ব্যখ্যা দিতে পারেননি।তিনি পরে যোগাযোগ করে এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন।

Bootstrap Image Preview