Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন ১২ মে

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৯:২৪ PM
আপডেট: ০৬ মে ২০১৯, ০৯:২৪ PM

bdmorning Image Preview


টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক (২০১৯-২০) নির্বাচন ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ নির্বাচনে মোট ১৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্ধিতা করবেন ২৮ জন প্রার্থী। ১২ মে (রবিবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ চলবে।

বিনা প্রতিদ্বন্ধিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ রেজাউল করিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ আরিফুর রহমান, দপ্তর সম্পাদক পদে এম.এ আজাদ সোবহানী আল ভাসানী এবং মহিলা সম্পাদক পদে সোনিয়া পারভীন নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করবেন বর্তমান সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম (মজনু) ও মোহাম্মদ শহিদুল ইসলাম; সহ-সভাপতি ২টি পদে প্রতিদ্বন্ধিতা করবেন মুহাম্মদ ইপিয়ার হোসেন, মোহাম্মদ আব্দুল মোতালেব, মুহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ শাহ আলম মিঞা, সত্য সাহা ও ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ; সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করবেন বর্তমান সাধারণ সম্পাদক সাদৎ-আল-হারুন, মোঃ আবুল কালাম আজাদ ও ড. ইকবাল বাহার (বিদ্যুৎ); সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করবেন দেওয়ান আলম সরোয়ার, মোহাম্মদ রফিকুল ইসলাম (মির্জা) ও এস.এম সেলিম মিয়া।

এ ছাড়া অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করবেন মোহাম্মদ আবুল হোসেন ও মহিউদ্দিন; সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করবেন বর্তমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছাদিকুল হক ও মোহাম্মদ মিজানুর রহমান; ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করবেন আতিকুর রহমান খান, মোহাম্মদ জামিল খান ও মোঃ মেহের আলী।

সদস্য ৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্ধিতা করবেন মুহাম্মদ নাজমুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম (মুক্তা), মোঃ ফারুক হোসেন, মোহাম্মদ আব্দুর রফিক, মোঃ শফিউল্লাহ, কাজী শহীদুল ইসলাম ও মোঃ সামছুল আলম (শিবলী)।

এ দিকে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ সোমবার পর্যন্ত সাধারণ সম্পাদক পদে আল আমিন সিদ্দিকী এবং সদস্য মোহাম্মদ হাসনাত রশীদ খান প্রার্থীতা প্রত্যাহার করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মোঃ মাকসুদুর রহমান, নির্বাচন কমিশনার হিসেবে সহকারী রেজিস্ট্রার (স্টোর) মোঃ গোলাম মওলা এবং ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুজ্জামান মনির দায়িত্ব পালন করবেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২০৪ জন।

Bootstrap Image Preview