Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাবি’র হলে বহিরাগত থাকলে কক্ষ সিলগালা !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৮:৫২ PM
আপডেট: ০৬ মে ২০১৯, ০৮:৫২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভুইয়া জানিয়েছেন কক্ষে বহিরাগত কাউকে রাখলে কক্ষ সিলগালা করে দেওয়া হবে। সোমবার (৬ মে) বিকেলে হল প্রাঙ্গণে গণশুনানিতে একথা  বলেন।

হল সংসদ এ কর্মসূচির আয়োজনে বহিরাগতদের বিতাড়ন ও নিরাপত্তা জোরদার করতে আয়োজিত গণশুনানিতে একথা  কথা পাশাপাশি তিনি আরো জানান, যারা বহিরাগতদের রাখবে তাদের রুম আমরা সিলগালা করে দেবো। যারা এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র না তারা এখানকার সব সুযোগ-সুবিধা নিচ্ছে। আর বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্ররা জায়গা পাচ্ছে না। যে বিশ্ববিদ্যালয় স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে সে বিশ্ববিদ্যালয়ে যদি ডিসিপ্লিন না থাকে সেটা কেনোভাবে গ্রহণযোগ্য নয়।

এ কর্মসূচির আরও  বক্তব্য রাখেন ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, ছাত্রলীগের কেন্দ্রীয় সভপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন প্রমুখ।

এসময় তিনি গোপনে বহিরাগতদের নাম প্রশাসনের কাছে দেওয়ার আহ্বান জানান।

ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, বহিরাগত উচ্ছেদে মুহসীন হল উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ সফল করার জন্য নিয়মিত শিক্ষার্থীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

Bootstrap Image Preview