Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আজ সেহরির শেষ সময় রাত ৩টা ৫২ মিনিটে আর আগামীকাল ইফতার ৬টা ৩৪ মিনিটে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৭:২৮ PM
আপডেট: ০৬ মে ২০১৯, ০৭:২৮ PM

bdmorning Image Preview


আজ থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রামাজান। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মুসলমানদের বহু প্রতীক্ষিত সিয়াম সাধনা।

আজ ঢাকায় প্রথম রোজার সেহরির শেষ সময় রাত ৩টা ৫২ মিনিটে আর ইফতার হবে আগামীকাল সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।

ফেনী, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার আকাশে চাঁদ দেখা যাওয়ার কথা আমাদের সময় পত্রিকার প্রতিনিধিরা জানিয়েছেন।

এছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেলেও চাঁদের ছবি প্রকাশ হয়। তবে জাতীয় চাঁদ দেখা কমিটি এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রমজান উপলক্ষে আজ সোমবার রাত থেকেই শুরু হচ্ছে তারাবীহ নামাজ। রাতের প্রথমভাগে তারাবিহ নামাজ আর শেষ ভাগে সেহরি শুরু হবে।

সেহরি ও ইফতারের সূচি অনুসারে ঢাকায় প্রথম রোজার সেহরির শেষ সময় রাত ৩টা ৫২ মিনিটে আর ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।

Bootstrap Image Preview