Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এসএসসি’তে ভোলায় পাসের হার ৭৪ দশনিক ৮৭ শতাংশ

এম. শরীফ হোসাইন, ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৫:২৪ PM
আপডেট: ০৬ মে ২০১৯, ০৫:২৪ PM

bdmorning Image Preview
ছবিটি দিনাজপুর বোর্ডের


২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ভোলায় পাসের হার ৭৪ দশমিক ৮৭ শতাংশ। এবারে বরিশাল বিভাগে চতুর্থ স্থান অর্জন করেছে ভোলা। যদিও গত বছর ৮৩ দশমিক ০২ ভাগ পাশের হার নিয়ে প্রথম স্থান অধিকার করেছিলো।

এ বছর জেলার মোট ১৫ হাজার ৭শ’ ৩৬ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১১ হাজার ৭শ’ ৮২ জন। এর মধ্যে ৬ হাজার ২শ’ ৩২ জন ছেলে এবং ৫ হাজার ৫শ’ ৫০ জন মেয়ে পরীক্ষার্থী পাশ করেছে।

জেলার ৭টি বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। তবে ভোলার চরফ্যাশনের শশীভূষণ গার্লস হাইস্কুল নামের এই বিদ্যালয় থেকে কেউ পাশ করেনি। এ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৯ জন পরীক্ষার্থী। সোমবার (৬ মে) এসএসসির ফল প্রকাশের পর বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা শিক্ষা অফিসার মোঃ জাকিরুল হক এ প্রতিনিধিকে জানান, এ বছর এসএসসি পরীক্ষায় ভোলায় পাশের হার ৭৪ দশমিক ৮৭ শতাংশ। গত বছর বরিশাল শিক্ষাবোর্ডে প্রথম হয়েছিল, তবে এবছর ভোলা বরিশাল বোর্ডে চতুর্থ স্থান দখল করেছে। আগামীতে আরো ভালো ফলাফলের আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

Bootstrap Image Preview