Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘এতদিনেও কেন এখানে সাইক্লোন সেল্টার হল না’ এমপিকে প্রশ্ন আমুর

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৫:০৫ PM
আপডেট: ০৬ মে ২০১৯, ০৫:০৫ PM

bdmorning Image Preview


ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ক্ষতিগ্রস্ত বরগুনার পাথরঘাটা উপজেলা পরিদর্শন করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সেখানে গিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু স্থানীয় এমপিকে প্রশ্ন করেন- 'এতদিনেও কেন এখানে একটি সাইক্লোন সেল্টার হল না?'

আমির হোসেন আমুর নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মো. আফজাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রাব্বানি চিনুসহ একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদের তীরের চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী গ্রামের বাঁধঘাটা এলাকায় পরিদর্শন করেন।

এর আগে গত শুক্রবার ঘূর্ণিঝড় ফনিতে পাথরঘাটা উপজেলার সাড়ে আট শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া ও দক্ষিণ চরদুয়ানী গ্রাম। ওই এলাকায় ঘরচাপায় দাদি-নাতির মৃত্যুর ঘটনা ঘটেছে।

প্রতিনিধি দল পরিদর্শন শেষে একটি পথ সভায় অংশ নেন। এ সময় ক্ষতিগ্রস্ত নিহত পরিবারে মাঝে ২০ হাজার টাকার দুটি চেক ও অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতারণ করা হয়।

এ সময় আমির হোসেন আমু বলেন, দক্ষিণাঞ্চলে উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত, আর এক দিকে ব্যথিত। আমদের আগমনটি আজকে সুখপদ নয়। আপনাদের দুঃসময়ে আওয়ামী লীগ আপনাদের পাশে ছিল এ হিসেবেই আজকে আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

তিনি বলেন, আজকে আপনারা জানেন এর আগেও সিডরের সময় আপনারা যখন অধিক ক্ষতিগ্রস্ত ছিলেন তখনও আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছিল।

এখানে একটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সাইক্লোন সেল্টার না থাকায় তিনি অবাক হন। তখন স্থানীয় এমপিকে প্রশ্ন করে বলেন- এতদিনেও কেন এখানে একটি সাইক্লোন সেল্টার হল না। যেহেতু আমার দৃষ্টিতে যখন এসেছে তখন এখানে একটি সাইক্লোন সেল্টার দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান, সংরক্ষিত নারী আসনের সাংসদ নাদিরা সুলতানা, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবিরসহ বরগুনা জেলা ও পাথরঘাটা উপজেলা নেতৃবৃন্দ।

Bootstrap Image Preview