Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে ফেনসিডিল ও আতশবাজিসহ আটক ৩

শহিদুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৪:৩৭ PM
আপডেট: ০৬ মে ২০১৯, ০৪:৩৭ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমান ফেনসিডিল ও আতশবাজিসহ তিনজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (৬ মে) ভোরে সীমান্তের দৌলতপুর ও পুটখালি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামের কালামের ছেলে বুদু (২০), দৌলতপুর গ্রামের সাহেদ আলীর ছেলে আরিফুল ইসলাম (৩৩) ও আতিয়ার রহমানের ছেলে ইয়াকুব আলী (৩৪)।

২১ বিজিবি লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে দৌলতপুর ও পুটখালী সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ২৯৫ বোতল ফেনসিডিল ও ৭০০ প্যাকেট ভারতীয় আতশবাজিসহ তিনজন চেরাকারবারিকে আটক করা হয়।

উদ্ধারকৃত পণ্যের মূল্য ২,৫৮,০০০ টাকা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।

Bootstrap Image Preview