Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এসএসসির ফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ১২:১৮ PM
আপডেট: ০৬ মে ২০১৯, ১২:১৮ PM

bdmorning Image Preview


চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বোর্ড চেয়ারম্যানরা ফলের কপি শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন।

পরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল তুলে ধরেন ডা. দীপু মনি। সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর ছাড়াও শিক্ষা মন্ত্রণালয় ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।বরাবরের মতো এবারও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি যেকোনো মোবাইল থেকে এসএমএস করে ফল জানা যাবে।

অন্যান্য বছর সকালে শিক্ষামন্ত্রী বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফল তুলে দিতেন। এর পর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে এর তথ্য-উপাত্ত তুলে ধরতেন মন্ত্রী। কিন্তু এবার প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় বোর্ড চেয়ারম্যানরা ফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রীর কাছে।

কয়েক বছর ধরে পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। এবার পরীক্ষা শেষের ৬০তম দিন পূর্ণ হবে ৯ মে। তবে তার তিন দিন আগেই ফল প্রকাশ করা হলো।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ছিল ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন। এর মধ্যে পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন।। গতবার ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করে। আর জিপিএ-৫ পায় ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।

Bootstrap Image Preview