Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে ছাত্র ফেডারেশনের নতুন কমিটি গঠিত 

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৯:৫৪ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০৯:৫৪ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাবি শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এত অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাশেদ রিমনকে সভাপতি ও ইসলামিক স্টাডিজ বিভাগে শিক্ষার্থী মহব্বত হোসেন মিলনকে সাধারণ সম্পাদক করা হয়।  

রবিবার (৫ মে) বিকেল সাড়ে ৪টায় সংগঠনটির ৮ম সম্মেলন শেষে সদ্য বিদায়ী সভাপতি তাসরিরুল ইসলাম কিঞ্জল ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন। 

কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল আলম ও আহসানুল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিরান শাহ্, অর্থ সম্পাদক ইফাত জাহান ইমুল, রাজনৈতিক ও শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম স¤্রাট, দফতর সম্পাদক অন্তু বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য আসমা উষা, আজিজুল মানিক, সুব্রত কর্মকার, রবিন, মাসুদ রানা, কনক খান, তাসবিরুল ইসলাম কিঞ্জল। 

সম্মেলনে সমাজসেবামূলক কাজের জন্য রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা শ্রী বিপ্লব রায়কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এর আগে সকাল ১০টায় 'সন্ত্রাস, দখলদায়িত্ব, যৌন নিপীড়ন ও প্রশাসনিক স্বৈরতন্ত্রের বিপরীতে রাবিতে একটি প্রকৃত উচ্চশিক্ষার কেন্দ্রে পরিণত করো এবং অবাধ ও নিরপেক্ষ রাকসু নির্বাচন দাও' এ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম মোস্তফা।


 

Bootstrap Image Preview