Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নেইমারের গোল সত্বেও জিততে পারেনি পিএসজি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৩:০৯ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০৩:১০ PM

bdmorning Image Preview


লিগ শিরোপা জয়ের পর আবারো পয়েন্ট খোয়ালো প্যারিস সেন্ট জার্মেই।টানা দুই হারের পর এবার পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল থমাস টুখেলের শিষ্যরা। শনিবার ঘরের মাঠে নাইসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। 

প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৬ মিনিট) ক্যামেরুন তারকা ইগনাটিউস গানাগোর গোলে লিড নেয় নাইস। ১৪ মিনিট পর সমতায় ফেরে পিএসজি।

৬০তম মিনিটে ডি-বক্সের মধ্যে অ্যাঙ্গেল ডি মারিয়া ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এ সময় সফল স্পট কিকে পিএসজিকে সমতায় ফেরান নেইমার। এতে পিএসজির জার্সিতে গোলের হাফসেঞ্চুরি পূরণ করেন নেইমার। মাত্র ৫৭ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

ম্যাচের ৮৮ মিনিটে দান্তের ফাউলের শিকার হন নেইমার।রেফারি ভিএআরের সাহায্য পেনাল্টির সিদ্ধান্ত দেন। তবে কাভানির শট নিসের গোলরক্ষক ফিরিয়ে দিলে গোল হয়নি। ফলে ১-১ সমতায় নিয়ে মাঠ ছাড়তে হয় পিএসজিকে। 

Bootstrap Image Preview