Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয় শ্রেণীর একাদশ খেলিয়ে হারলো বার্সা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০২:৪৫ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০৩:০৬ PM

bdmorning Image Preview


লা লিগায় টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেয়েছেন বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে গতকাল শনিবার রাতে সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হেরেছে মেসির দল। তবে ডিসেম্বরে ন্যু ক্যাম্পে মৌসুমের প্রথম দেখায় সেল্টাকে একই ব্যবধানে হারিয়েছিল বার্সেলোনা। 

তবে এদিন লিগ শিরোপা নিশ্চিত করা বার্সা নামিয়েছিল দ্বিতীয় শ্রেণীর একাদশ। যেই দলে ছিলেন না মেসি, সুয়ারেজ সঙ্গে জেরার্ড পিকেসহ নিয়মিত একাদশের আট খেলোয়াড়কে বিশ্রামে রেখেছিলেন বার্সা কোচ।

তারকা খেলোয়াড়দের অনপুস্থিতিতে দলকে উদ্ধার করার দায়িত্ব ছিল তরুন ফরোয়ার্ড উসমান দেম্বেলের কাঁধে। তবে ম্যাচের পঞ্চম মিনিটেই পায়ে চোট পেয়ে মাঠ ছাড়লে বিপদে বাড়ে বার্সার।

প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে ৬৭ মিনিটে স্বাগতিকদের গোল এনে দেন ম্যাক্সি গোমেজ। দারুণ এক ভলিতে দলকে এগিয়ে দেন সেল্টার উরুগুইয়ান এই স্ট্রাইকার।

এর পর ৮৮তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ইয়াগো আসপাস। বার্সেলোনার ডি-বক্সে ডিফেন্ডার সামুয়েল উমতিতির হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

চলতি লিগে বার্সেলোনার এটি তৃতীয় পরাজয়। লিগে এ হারের পর ৩৬ ম্যাচে ২৫ জয় ও আট ড্রয়ে চ্যাম্পিয়ন বার্সার পয়েন্ট ৮৩। অ্যাটলেটিকো মাদ্রিদ ৭৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৯ পয়েন্ট কম টেবিলের তিনে রয়েছে।

Bootstrap Image Preview