Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দাঁড়ি কাটতে মহিলা নাপিতের কাছে টেন্ডুলকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০১:০৬ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০১:০৬ PM

bdmorning Image Preview


খেলা ছেড়ে দিলেও শচীন টেন্ডুলকার এখনও ভক্তদের মনের সিংহাসনেই আছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও একের পর সমাজসেবা মূলক কাজে নিজেকে জড়িয়ে ফেলেছেন তিনি। প্রায়ই নানা কাজে দেখা যায় তাঁকে। এবার এমনই কাজ করে চমকে দিয়েছেন শচীন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে জনপ্রিয় মহিলা নাপিতের কাছে দাঁড়ি কাটলেন তিনি। সেই ছবি নিডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শোয়ার করে তিনি লিখেছেন, বাইরের কারোর কাছে দাঁড়ি কাটার এটাই প্রথম অভিজ্ঞতা।

ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে শচীন বার্তা দিয়েছেন কোনও কাজই মেয়েদের পক্ষে কঠিন নয়। সব কাজই তাঁরা করতে পারেন।

গত কয়েকদিন ধরে পুরুষদের প্রসাধন সামগ্রির একটি বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে। তাতে দেখানো হয়েছিল মহিলা নাপিত সেলুনে ছেলেদের চুল দাঁড়ি কাটছে। সত্যিই বিহারে দুই বোন এমন সেলুন চালান। তাঁদেরই এই বিজ্ঞাপনে নারীশক্তির বিকাশকে তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, বিজ্ঞাপন চিত্রে কাজ করা দুই বোন নেহা এবং জ্যোতির বাড়ি ভারতের উত্তরপ্রদেশের বনওয়ারি টোলা গ্রামে। তার বাবার ছিল সেলুনের ব্যবসা। ২০১৪ সালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তাদের বাবা। সংসারের হাল ধরতে বাবার পেশায় পা রাখেন দুই বোন। শুরুতে নিজেদের পরিচয় গোপন করে পুরুষের নাম নিয়ে কাজ চালাতেন তারা। সেলুনে কাজ করেই বাবার চিকিৎসা, সংসার এবং নিজেদের পড়াশোনা সামলেছেন।

Bootstrap Image Preview