Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অক্টোবরে

শামীম খান, মাগুরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০৯:২৪ PM
আপডেট: ০৪ মে ২০১৯, ০৯:২৪ PM

bdmorning Image Preview


চলতি সনের অক্টোবরে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। এছাড়া আগামী বছর বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে সারা বছরব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মুজিববর্ষ পালিত হবে। 

শনিবার (৪ মে) বিকেলে মাগুরার শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে মাগুরা জেলা আওয়ামী লীগের বর্ধিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে বর্ধিত কর্মীসভায় স্বাগত বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু।

আরও বক্তব্য রাখেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মুন্সি রেজাউল হক, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য কামরুল লায়লা জলি, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, শফিকুজ্জামান বাচ্চু ,এ্যাডভোকেট কামাল হোসেন, বাকি ইমাম, বাবুল ফকির, এ্যাডভোকেট শফিকুল ইসলাম, শাখারুল ইসলাম শাকিল প্রমুখ।

আব্দুর রহমান নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, বিগত উপজেলা নির্বাচনে গুরুত্বপূর্ণ পদে থেকে যারা নৌকার প্রার্থীর বিরোধীতা করেছেন তাদের কাছে এ ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হবে। পাশাপাশি উপজেলা কমিটির যেসব সভাপতি সম্পাদক দলীয় প্রার্থীর বিরোধীতা করেছেন তাদেরকে বাদ দিয়ে উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত হবে। আগামী সেপ্টেম্বরে মাগুরা জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন তিনি।

খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। রাজনৈতিকভাবে তার মুক্তি সম্ভব নয়। কারণ তার বিরুদ্ধে মামলা হয়েছিল দুর্নীতির। সে মামলাতে তিনি জেল খাটছেন। সুতরাং এটি রাজনৈতিক এখতিয়ারের বাইরের বিষয়। 

এ সভায় মাগুরার ৩৬টি ইউনিয়নের ২ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
                                                           

Bootstrap Image Preview