Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্কুলে মোবাইল ফোন ব্যবহার না করার আহ্বান এমপি গোপালের

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০৬:৫৪ PM
আপডেট: ০৪ মে ২০১৯, ০৬:৫৫ PM

bdmorning Image Preview


স্কুলে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কেই মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

বৃহস্পতিবার (২ মে) বিকেলে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নে খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, স্কুলে কোন শিক্ষার্থী যেন মোবাইল ফোন ব্যবহার না করে সেদিকে শিক্ষকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সেই সঙ্গে শিক্ষকদেরও ক্লাশ চলাকালে মোবাইল ফোন সুইচ অফ রাখতে হবে। এতে শ্রেণিকক্ষে লেখাপড়ার ছন্দপতন ঘটবে না।

দিনাজপুর-১ আসনের এই সংসদ সদস্য আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। শিক্ষার গুণগত মান বাড়াতে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে বিশ্বের যে কোন দেশের শিক্ষার্থীদের সাথে লেখাপড়া প্রতিযোগিতায় টিকে থাকে সেভাবে শিক্ষাগ্রহণ করতে হবে।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হাসিনুর রহমান খান অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বলেন, একেবারে পাড়াগাঁয়ে এই স্কুলটির শিক্ষার্থীরা এখন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্বপালন করছে। আমরা সাবেক শিক্ষার্থীরা এ ধারাবাহিকতা বৃদ্ধিতে বর্তমান শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের এ ধরনের কর্মসূচি আগামিতেও অব্যাহত থাকবে।

তিনি বলেন, ধান উৎপাদনে সমৃদ্ধ দিনাজপুর এখন দেশের দরিদ্রতম জেলাগুলোর তালিকায় চলে এসেছে। এ থেকে উত্তোরণে শিক্ষার মানোন্নয়নের বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে সেগুলো বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে আরো গুরুত্ব দেয়ার আহ্বান জানান।  

স্কুলের সাবেক শিক্ষার্থী দৈনিক বণিক বার্তার সহ সম্পাদক ইউসুফ আলী শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. বিপুল হোসেন বিপু।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিলা পারভিন, মরিচা ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য মো. জাহাঙ্গীর খান,  প্রধান শিক্ষক আব্দুল কাদের প্রমুখ। 

মূল অনুষ্ঠানের আগে শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে উচ্চ শিক্ষা নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন- বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থীরা।

পরে অনুষ্ঠানের শুরুতে স্কুল মাঠ প্রাঙ্গণে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি গোপাল। অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ করেন তিনি। 

Bootstrap Image Preview