Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শার্শায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ 

শহিদুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০৫:৫৪ PM
আপডেট: ০৪ মে ২০১৯, ০৫:৫৪ PM

bdmorning Image Preview


সারাদেশে যখন নুসরাতের বিষয়টি নিয়ে তোড়পাড় চলছে ঠিক তখনি যশোরের শার্শার বাগআঁচড়া সম্মিলিত গার্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন যশোরীর বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে।

ফলে বিদ্যালয়ের ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী মধ্যে চরম হতাশার সৃষ্টি হয়েছে। মুচলেকা দিয়ে ধূর্ত গিয়াস উদ্দিন যশোরীকে এ যাত্রারায় রক্ষা করার চেষ্টা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, যশোরের শার্শার উপজেলার বেত্রবতী সড়কে অবস্থিত বাগআঁচড়া সম্মিলিত গার্স স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে সুনামের সাথে প্রচালিত হয়ে আসছে। অভিভাবকরাও তাদের মেয়েদেরকে এ বিদ্যালয়টিতে বিদ্যাশিক্ষার জন্য চিন্তাহীন হয়ে ভর্তি করে থাকেন।

সম্প্রতি দেশেজুড়ে যখন  নুসরাতের বিষয়টি নিয়ে তোড়পাড় চলছে ঠিক তখনি এই বিদ্যালয়টির সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন যশোরী ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে হাত ধরে টানাটানিসহ প্রতিনিয়ত শ্লীলতাহানি করে চলেছে। লোকলজ্জার ভয়ে ছাত্রী ও তার অভিভাবকরা বিষয়টি চেপে যান।

পরে ঘটনাটি চারিদিকে জানাজানি হলে এ যাত্রায় মুচলেকা দিয়ে ধূর্ত গিয়াস উদ্দিন যশোরীকে রক্ষা করার চেষ্টা করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনাটি নিয়ে বিদ্যালয়ের ছাত্রী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে চরম হতাশার সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী এই শিক্ষক নামের কলঙ্ক গিয়াস উদ্দিন যশোরী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, উপজেলা নির্বহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংস্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিষয়টি নিয়ে অভিযুক্ত শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন যশোরীর কাছে জানতে চাইলে ঘটনাটি অশিকার করে তিনি বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

এ ব্যাপারে বাগআঁচড়া সম্মিলিত গার্স স্কুল এন্ড কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম ঘটনার সত্যতা শিকার করে বলেন, অভিযুক্ত শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন যশোরীর মুচলেকা নেওয়া হবে। যাতে সে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটায়। 
 

Bootstrap Image Preview