Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রমজান উপলক্ষে শত শত বন্দিকে মুক্তি দিচ্ছেন দুবাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০৩:৫২ PM
আপডেট: ০৪ মে ২০১৯, ০৩:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন দেশের ৫৮৭ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম।

এই বিষয় দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল ইসাম ঈসা আল হুমায়ূন জানান, এসব বন্দিরা যাতে নতুন করে আবার তাদের পরিবারের সঙ্গে সুন্দর জীবন শুরু করতে পারে তা করতেই দুবাই শাসক এ নির্দেশ দিয়েছেন।

তিনি আরো বলেন, ইতিমধ্যে বন্দিদের মুক্তি দিতে আইনী প্রক্রিয়া শুরু হয়েছে।

এছাড়া দুবাইতে রমজান মাস উপলক্ষে দেশটির পণ্যবাজারে বিশাল মূল্যছাড়ের ঘোষণা দেয়া হয়েছে।

সেইসঙ্গে পবিত্র রমজান মাসে কেউ যাতে ভিক্ষাবৃত্তির নামে ব্যবসা করতে না পারে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিয়েছেন।

Bootstrap Image Preview