Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফণীর প্রভাবে বঙ্গমাতা গোল্ডকাপের যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ ও লাওস 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ১০:৩০ AM
আপডেট: ০৪ মে ২০১৯, ১০:৩০ AM

bdmorning Image Preview


ঘূর্ণিঝড় ফণী`র প্রভাবে মাঠে গড়াতে পারেনি বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল। ফলে দুই ফাইনালিস্ট বাংলাদেশ ও লাওসকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা ছয়টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় ফণির প্রভাবে সকাল থেকেই ঢাকায় থেমে থেমে বৃষ্টি। মেঘ-রোদ আর বৃষ্টির লুকোচুরি। বৃষ্টি উপেক্ষা করেও দর্শকরা হাজির হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

নির্দিষ্ট সময়ের বেশ আগে দুই দলের খেলোয়াড়রাও মাঠে হাজির হয়ে গা গরম করছিল। কিছুক্ষণ পরপর বৃষ্টি হলেও তাদের গা গরম চলতে থাকে। এমন সময় গুঞ্জন ওঠে ফাইনাল মাঠে গড়াচ্ছে না। বাংলাদেশ ও লাওসকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

তিনটি করে ম্যাচ জিতে বাংলাদেশ ও লাওস দুই দলই অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল। ফাইনালে তাই দুই দলের রোমাঞ্চকর এক লড়াই দেখার অপেক্ষায় ছিল ফুটবলপ্রেমীরা। কিন্তু তাদের সেই রোমাঞ্চে বাদ সাধল ঘূর্ণিঝড় ফণি।

Bootstrap Image Preview