Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফণী মোকাবেলায় প্রস্তুত চবি ছাত্রলীগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ১০:২৫ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ১০:২৫ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য ক্ষয়-ক্ষতি মোকাবেলায় স্বেচ্ছাসেবক হিসেবে প্রস্তুত রয়েছে। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকাগুলোতে কাজ করতে প্রস্তুত রয়েছে।

শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ বলেন, ঘূর্ণিঝড় ফণী'র আগ্রাসনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও তার আশপাশের এলাকায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় স্বেচ্ছাসেবক হিসেবে শতাধিক নেতাকর্মী পাশে থাকবে।

উল্লেখ্য, সম্ভাব্য আক্রান্ত ১৯ জেলায় ছাত্রলীগের ৫০০০ স্বেচ্ছাসেবক ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে। প্রস্তুতি নিচ্ছে অন্যান্য সকল নেতাকর্মীরাও।

সর্বশেষ খবর অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে যশোর ও খুলনার উপকূলীয় এলাকা দিয়ে ফণীর অগ্রভাগ বাংলাদেশে আঘাত হানতে শুরু করেছে। ওইসব এলাকায় ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে।

এ দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘ফণী’ ধেয়ে আসায় উপকূলীয় ঝুঁকিপূর্ণ ১৯ জেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২ লাখ ৪০ হাজার ৭৯৫ জনকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে।

শুক্রবার (৩ মে) সন্ধ্যায় সচিবালয়ে ঘূর্ণিঝড় ফণীর সর্বশেষ অবস্থা ও মোকাবেলার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এরই মধ্যে ফণীর তাণ্ডবে ভারতের উত্তর প্রদেশে সৃষ্ট বজ্রপাতে ও গাছ উপড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশে প্রবেশ করছে ঘূর্ণিঝড় ফণী।

এ ছাড়া বাংলাদেশের বাগেরহাটের শরণখোলা উপজেলার ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে আশ্রয় নিতে শুরু করেছেন পার্শ্ববর্তী নিরাপদ স্থানে।

শুক্রবার (০৩ মে) সকাল থেকে বলেশ্বর নদীর পানি বাড়তে থাকে। স্রোতের চাপে উপজেলার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৩৫/১ ফোল্ডারের বেড়িবাঁধ ভেঙে বগী, সাতঘর এলাকার লোকালয়ে পানি ঢুকে ঘরবাড়ি প্লাবিত হয়েছে।

অনেকেই ঘরবাড়ি ছেড়ে সন্তান-সন্ততি ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পার্শ্ববর্তী এলাকায় অবস্থান নিয়েছেন। পরিস্থিতির অবনতি হলে আশ্রয়কেন্দ্রে যাওয়ারও প্রস্তুতি রয়েছে তাদের।

Bootstrap Image Preview