Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে আগুনে পুড়ে ৩টি বসতবাড়ি ভস্মীভূত, ৩ লক্ষাধিক টাকার ক্ষতি

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০৫:৪৪ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ০৫:৪৪ PM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাইয়ে বাঁশবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামে তিন ভাইয়ের ৩টি বসতবাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।      

শুক্রবার (৩ মে) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। 

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হঠাৎ করে এলাকাবাসী আগুনের শিখা দেখতে পেয়ে আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাঁশবাড়িয়া পশ্চিম পাড়ার মৃত আব্বাস আলীর ছেলে আব্দুস ছামাদ, আবুবক্কর ও আজিজের বসতবাড়ির আসবাবপত্র, ধান, ভুট্টাসহ সকল মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্তরা জানান, আমরা গরীব মানুষ। বিভিন্ন এনজিও থেকে ঋণ করেছি। আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে যা কাটিয়ে ওঠা অসম্ভব।

আত্রাই উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।  
 

Bootstrap Image Preview