Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জেলের মৃত্যু

আবু জাফর সিদ্দিকী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০৫:২৭ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ০৫:২৭ PM

bdmorning Image Preview


মাছ মেরে বাড়ি ফেরার পথে নাটোর-বগুড়া মহাসড়কের বালুভরা এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বিদ্যুৎ হালদার (৩২) নামের এক জেলের মর্মাতিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ মে) ভোর ৫টায় এ ঘটনাটি ঘটে। নিহত জেলে সিংড়া উপজেলার রাখালগাছা গ্রামের মৃত খিতিশ হালদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে বিদ্যুৎ হালদার শেরকোল গ্রাম থেকে মাছ মেরে ভ্যানযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নাটোর-বগুড়া মহাসড়কের বালুভরা এলাকায় বিপরীতগামী ঢাকা মেট্রো-ট-১৫-৪৩১৯ নম্বরের একটি ট্রাক ভ্যানটি ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিদ্যুৎ হালদারের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়।

এসময় ভ্যানে থাকা অপর ৪ জন জেলেসহ ভ্যানচালক আহত হয়। আহতের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- রাখালগাছা গ্রামের সিমান্ত হালদার (২৮), মন্টু হালদার (৩৩), গোপাল হালদার (৪৫), অদ্যইত হালদার (২০) ও ভ্যান চালক আফজাল হোসেন (৪০)। 

ভ্যানচালক আফজাল হোসেন সিংড়া হাসপাতালে চিকিৎসরত অবস্থায় বলেন, শেরকোল থেকে তারা মাছ মেরে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বালুভরা এলাকায় ঘাতক ট্রাক সরাসরি এসে তাদেরকে ধাক্কা দেয়। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর এই ঘটনায় ভ্যান চালকসহ আরো ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ঘাতক ট্রাকটিকে হাইওয়ে পুলিশের হেফাজতে দেয়া হয়েছে। 


 

Bootstrap Image Preview