Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘূর্ণিঝড় ফণীর কারণে যবিপ্রবিতে আগামিকাল সাধারণ ছুটি ঘোষণা

আকতার হোসেন, যবিপ্রবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০৫:১৮ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ০৫:১৮ PM

bdmorning Image Preview


ঘূর্ণিঝড় ফণী'র কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্ট হওয়ায় আগামিকাল শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সকল ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (৩ মে) দুপুরে যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে শনিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়। 

প্রকৌশলী মো: আহসান হাবীব জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন নিরাপদ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন। 

এদিকে ঘূর্ণিঝড় ফণী'তে মানুষের জানমালের হেফাজতের জন্য আজ শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মো: আকরামুল ইসলাম। 
 

Bootstrap Image Preview