Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রথমবার ঢাকার মঞ্চে অঞ্জন দত্ত 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০৩:০২ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ০৩:০২ PM

bdmorning Image Preview


ঢাকার মঞ্চে প্রথমবারের মতো দেখা যাবে ভারতে প্রখ্যাত শিল্পী অঞ্জন দত্তকে। আগামী ৯ জুলাই অঞ্জন দত্ত প্রোডাকশনের ‘সেলসম্যানের সংসার’ নাটকে তিনি অভিনয় করবেন। নাটকটি বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে মঞ্চস্থ হবে।

অঞ্জন দত্ত এক ভিডিও বার্তায় বলেন, এই প্রথম আমি বাংলাদেশে যাচ্ছি শুধুমাত্র অভিনয় করার জন্য। নাটকের নাম সেলসম্যানের সংসার। কলকাতায় প্রচুর মানুষ দেখেছে নাটকটি। এবার ঢাকাতে মঞ্চস্থ হবে আশাকরি ভালো সাড়া পাবো। আমি প্রাইমারি লেভেলের একজন অভিনেতা। তাই আমার ইচ্ছে ছিল আমার থিয়েটার অভিনয় বাংলাদেশের মানুষদের দেখানো। থিয়েটার তো আর ইউটিউবে দেখা যায় না। তাই এই ইচ্ছেটা জেগেছে।

আর্থার মিলারের ডেথ অব অ্যা সেলসম্যান অবলম্বনে এই নাটকটি রচিত হয়েছে। এই নাটকটির রচয়িত অঞ্জন দত্ত নিজেই। সাংসারিক দিক থেকে সমাজ বা রাজনীতিকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা থেকেই নির্মিত হয়েছে সেলসম্যানের সংসার। নাটকটিতে উইলি লোম্যান চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত।

Bootstrap Image Preview