Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

থ্যালাসেমিয়া সচেতনতায় আলোচনা সভা

মামুনুর রশিদ, স্টামফোর্ড প্রতিনিধি
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০২:৪০ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ০২:৪০ PM

bdmorning Image Preview


স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ভলান্টিয়ার্স ক্লাবের এর সার্বিক সহযোগিতায়, ইয়ুথ ক্লাব ওফ বাংলাদেশ এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি আয়োজিত থ্যালাসেমিয়া সচেতনতা মূলক সেমিনার এবং সেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় এ থ্যালাসেমিয়া সচেতনতা মূলক সেমিনার এবং সেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত অতিথিরা বলেন, থ্যালাসেমিয়া মূলত একটি বংশগত রোগ, এই রোগের দুইজন বাহকের বিবাহের দ্বারা তাদের সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে প্রতি ১০ জনে এক থ্যালাসেমিয়া রোগের বাহক। আমরা সচেতনতা সৃষ্টির মাধ্যমে এই রোগটাকে কমিয়ে আনতে পারি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের চিফ অপারেশন অফিসার জনাব এ কে এম একরামুল হোসেন, ভলান্টিয়ার্স ক্লাবের কনভেনর জনাব মৃত্যুঞ্জয় আচার্য, ইয়ুথ ক্লাবের প্রেসিডেন্ট আরেফিন রহমান হিমেল সহ স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব এবং বিভাগের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীবৃন্দ।

প্রায় দুই ঘন্টার শিক্ষামূলক ও তথ্যপূর্ণ সেমিনার শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অস্থায়ী রক্তদান ক্যাম্প বসানো হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ জন কর্মকর্তা এবং শিক্ষার্থীরা সেচ্ছায় থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য রক্তদান করেন। অনু্ষ্ঠানটি সার্বিক তত্বাবধানে নিয়োজি ছিল ভলান্টিয়ার্স ক্লাব।

এসময় ভলান্টিয়ার্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ শিক্ষার্থীদের সচেতনা বৃদ্ধি এবং জরামুক্ত বাংলাদেশ বৃদ্ধির লক্ষ্যেই  ছিল এই আয়জন।

Bootstrap Image Preview