Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রানীশংকৈলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন

খুরশিদ আলম শাওন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ মে ২০১৯, ০৯:৪৯ PM
আপডেট: ০২ মে ২০১৯, ০৯:৪৯ PM

bdmorning Image Preview


ঠাকুরগাওয়ের রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নিয়োগ ও অব্যবস্থাপনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি নিয়ে মানববন্ধন করেছে সচেতন রানীশংকৈলবাসী।  

বৃহস্পতিবার (২ মে) উপজেলা পরিষদের সামনের মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে কমিটির আহবায়ক ছাত্রলীগ নেতা তারেক আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের সভাপতি ও আইন সহায়তা কেন্দ্র আসকের সভাপতি বকুল মজুমদার, সাবেক ছাত্রনেতা মানিক, উপজেলা তাঁতিলীগের সদস্য সচিব নুর ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব, ছাত্রনেতা হারুন অর রশিদ রোকনুজ্জামান রোকন প্রমুখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রায় শতাধিক সচেতন নাগরিকের স্বাক্ষরিত একটি স্মারকলিপিও দেওয়া হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, মোট ৩০ জন চিকিৎসকের ৫০ শর্য্যা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলছে মাত্র তিনজন চিকিৎসক (উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,আবাসিক মেডিক্যাল অফিসার, ডেন্টাল সার্জন) দিয়ে। অবিলম্বে তারা দ্রুত চিকিৎসক নিয়োগের জন্য সরকারের কাছে আহবান জানান।

এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা রোগীদের সাথে খারাপ আচরণ করে। ওর্য়াড বয়ের কাজ করে সুইপার। উপ-সহকারী মেডিক্যাল অফিসাররা থাকেন ব্যক্তিগত চেম্বারে। ল্যাব টেকনিশিয়ান ঠিক মত ল্যাবে না বসে বাণিজ্যিক ল্যাবে বসে বলে অভিযোগ করা হয়। সরকারি ওষুধ ঠিকমত বিতরণ না করে সংশ্লিষ্ঠরা বিভিন্নভাবে তা আত্মসাত করার কারণে গরীব রোগীরা বিনামূল্যে তেমন ওষুধ পায় না বলে মাইকে প্রকাশ্যে অভিযোগ করে।

এর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বক্তারা ঊর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি কামনা করেন এবং পরিশেষে রানীশংকৈলবাসীকে বাচাতে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগে সংশ্লিষ্ঠ কতৃপক্ষের নিকট গণমাধ্যমের মাধ্যমে দাবি জানান। 

এ প্রসঙ্গে ঠাকুরগাও-৩ আসনের সাংসদ জাহিদুর রহমান মুঠোফোনে বলেন, বিষয়টি গুরত্বের সাথে নিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে কথা বলে দ্রুত চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করবো বলে তিনি মন্তব্য করেন। 

Bootstrap Image Preview