Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সময় পেরিয়ে গেলেও এ্যাম্বুলেন্স পায়নি জাককানইবি

নিহার সরকার, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ মে ২০১৯, ০৭:৩৭ PM
আপডেট: ০২ মে ২০১৯, ০৭:৩৭ PM

bdmorning Image Preview


গত ২৬ মার্চ ২০১৯ স্বাধীনতা দিবসের আলোচনা সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি শিক্ষার্থীদের উদ্দ্যেশ করে বলেন আপনারা আগামি এপ্রিল মাসে এ্যাম্বুলেন্স বুঝে নিয়েন। কিন্তু এপ্রিল চলে গেলেও এ্যাম্বুলেন্স পায়নি বিশ্ববিদ্যালয়।  

দীর্ঘ সময় আবেগঘন বক্তব্যের এক সময় এসে তিনি এ্যাম্বুলেন্স ও মেডিকেল সেন্টার উন্নয়নে তার মন্ত্রণালয় সহযোগিতা করবে বলে আশ্বাস দেন মন্ত্রী। বক্তব্যের দুই মাস পেরিয়ে গেলেও আলোর মুখ দেখা যাচ্ছে না মেডিকেল সেন্টার ও এ্যাম্বুলেন্স প্রাপ্তি নিয়ে। 

এই নিয়ে  প্রতিমন্ত্রীর সাথে প্রতিবেদক বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায় নি মন্ত্রীকে।

এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, আমরা আমাদের দাফতরিক প্রক্রিয়া সম্পন্ন করেছি। মন্ত্রী দেশের বাইরে ছিলেন তাই একটু সময় লাগছে। মে মাসের মধ্যেই আমরা এ্যাম্বুলেন্স পেয়ে যাবো বলে আশা রাখি। 

অন্যদিকে, এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। যেখানে শিক্ষার্থীরা মন্ত্রীর কথা দেয়া এম্ব্যুলেন্স দ্রুত পেতে চায়। 

উল্লেখ্য, এর পূর্বেও মন্ত্রী দু'টি বাস দেয়ার কথা বলেছিলেন। কিন্তু ৩ বছর পেরিয়ে গেলেও এখনো বাস পায়নি বিশ্ববিদ্যালয়।  

 

 

Bootstrap Image Preview