Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মেসির জোড়া মাইলফলকে রাতে বার্সার একটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০১৯, ০৩:০৫ PM
আপডেট: ০২ মে ২০১৯, ০৩:০৫ PM

bdmorning Image Preview


বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ৩-০ পর্যুদস্ত করেছে বার্সেলোনা। এই ম্যাচে ভিন্ন মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। জোড়া গোল করে ক্লাব ফুটবলে ৬০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।  একই সাথে অধিনায়ক হিসেবে বার্সার হয়ে এটি ছিল তার শততম ম্যাচ। 

এদিকে মেসির জোড়া মাইলফলকের ম্যাচে নতুন মাইলফলক বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করলো বার্সেলোনা।

প্রথমে আসা যাক মেসির দুই মাইলফকের হিসাবে। ছ’বছর আগে প্রথমবার ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড মেসির হাতে উঠেছিল৷ ৩০ মার্চ ২০১৩ সেল্টার বিরুদ্ধে বার্সেলোনার ক্যাপ্টেন হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন লিও টেন৷ বুধাবার আমব্যান্ড পড়ে লিভারপুলের বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গে তিনি অধিনায়ক হিসেবে বার্সাকে শততম ম্যাচ নেতৃত্ব দেওয়ার মাইলফক স্পর্শ করেন। 

মেসি সেই ম্যাচে নেতৃত্ব পেয়েছিলেন কারণ, নিয়মিত ক্যাপ্টেন পুওল, হার্নান্ডেজ, ভালদেজ ও ইনিয়েস্তার কেউই প্রথম একাদশে ছিলেন না৷ ৬৪ মিনিটে পরিবর্ত হিসাবে মাঠে নামা ইনিয়েস্তাকে ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড তুলে দিয়েছিলেন মেসি৷

অবশ্য অফিসিয়াল ক্যাপ্টেন্সি হাতে পাওয়ার আগে ২০০৮ সালে ২৭ জুলাই ডান্ডি ইউনাইটেডের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে বার্সেলোনাকে নেতৃত্ব দিয়েছিলেন মেসি৷ সেই ম্যাচে তিনি হ্যাটট্রিক করেন৷ বার্সা ৫-১ গোলে ম্যাচ জেতে৷

২০১২-১৩ মৌসুমে সরকারিভাবে ১টি ম্যাচে বার্সাকে নেতৃত্ব দেন মেসি৷ ২০১৪-১৫ মৌসুমে ৬টি ম্যাচে বার্সার ক্যাপ্টেন্সি করেছেন তিনি৷ ২০১৫-১৬ মৌসুমে ১৪টি, ২০১৬-১৭ মৌসুমে ২৬টি, ২০১৭-১৮ মৌসুমে ১৪টি এবং চলতি মৌসুমে ৩৯টি ম্যাচে বার্সার ক্যাপ্টেনস আর্ম ব্যান্ড ছিল মেসির হাতে৷

এদিকে ন্যু-ক্যাম্পে লিভারপুলের বিপক্ষে  ম্যাচের প্রথমার্ধে   লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সা। এতেই পূর্ণ হয় বার্সার ৫০০ গোলের রেকর্ড। এরপর ম্যাচে জোড়া গোল করেন লিওনেল  মেসি। ফলে বর্তমানে কাতালানদের গোল সংখ্যা ৫০২ টি। ৫৫১টি নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

Bootstrap Image Preview