Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০১৯, ১০:১২ AM
আপডেট: ০২ মে ২০১৯, ১০:২৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বাগেরহাট ও লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।

বৃহস্পতিবার (২ মে) সকালে এসব দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বাগেরহাটের রামপাল উপজেলার মানিডাঙ্গা এলাকায় ট্রাক ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই মাহেন্দ্রর যাত্রী বলে জানিয়েছেন রামপাল হাইওয়ে থানার এসআই মলয় রায়।

সকাল ৭টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপালের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। এরা হলেন- মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সোহাগ শেখ (৩৫) ও একই উপজেলার মাকোরডন গ্রামের সঞ্জিত রায় (৪৭)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সামনে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে, লক্ষ্মীপুরে ট্রাকচাপায় দুখু মিয়া নামে এক সিএনজি আটোরিকশার চালক নিহত হয়েছেন। ঘটনার সময় তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে। এ সময় আরও দুই অটোরিকশা চালক আহত হয়।

বৃহস্পতিবার (২ মে) ভোরে শহরের উত্তর তেমুহনী স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুখু মিয়া রামগঞ্জ উপজেলার পদ্মাবাজার গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা আহত অবস্থায় চালক নুর হোসেন ও ইব্রাহিমকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন। তবে আহত নুর হোসেনের আবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশ জানায়, রায়পুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাগুলোকে চাপা দেয়। এ সময় এক অটোরিকশা চালক ঘটনাস্থলেই মারা যায়।

লক্ষ্মীপুরে শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোলাইমান বলেন, ঘটনার পর ট্রাকচালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তবে ট্রাকটি আটক করা হয়েছে।

Bootstrap Image Preview