Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেই চিকিৎসকের প্রতি দুঃখ প্রকাশ করলেন মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০২:১৩ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ০২:১৩ PM

bdmorning Image Preview


গত ২৫ এপ্রিল মাশরাফি বিন মুর্তজা সংসদ সদস্য হিসেবে নিজ জেলা নড়াইলের আধুনিক সদর হাসপাতালে যান। সেখানে গিয়ে দেখেন বিনা ছুটিতে চার চিকিৎসক অনুপস্থিত আছেন। পরে তাদের দায়িত্ব ও কর্তব্য পালনের তাগাদা দেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফির ঝটিকা সফরের ঘটনাটি ভাইরাল হয়ে যায়। পরে চার চিকিৎসককে প্রথমে কারণ দর্শানো নোটিশ। এর পর গেল সোমবার তাদের সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ ঘটনায় চিকিৎসক সমাজ এবং সমাজের নানা স্তরে বিপরীতমুখী প্রতিক্রিয়ার প্রেক্ষিতে মাশরাফি বলেছেন, তিনি যে অবস্থান নিয়েছেন সেটিই সঠিক বলে মনে করেন। তবে তার ওই দিনের ফোনালাপের ভাষায় যদি ওই চিকিৎসক কষ্ট পেয়ে থাকেন, তবে তিনি দুঃখিত।

গতকাল সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিশ্বকাপগামী বাংলাদেশ দলের জার্সি উন্মোচন এবং অফিসিয়াল ফটোসেশনের আয়োজনে এসব কথা বলেন মাশরাফি। বিশ্বকাপ সম্পর্কিত নানান প্রশ্নের ফাঁকে অধিনায়ক মাশরাফিকে নড়াইলের চিকিৎসকদের ঘটনাটি সম্পর্কে জিজ্ঞেস করা হয়।

এ সময় মাশরাফি বলেন, আসলে অল্প কথায় ঘটনাটা বোঝানো সম্ভব নয়। ভুল বোঝাবুঝি হতে পারে। তবে এটুকুই শুধু বলি, সেদিন আমি হাসপাতালে গিয়ে যা দেখেছি, তার ভিত্তিতে ওই ডাক্তারকে ফোন দিয়েছিলাম। হয়তো আমার ফোনকলের ভাষায় তিনি দুঃখ পেয়েছেন। তারপরও কিন্তু ওনার সঙ্গে আমার তিন থেকে চারবার কথা হয়েছে।

'আমি তাকে বলেছি, আমার ভাষায় যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দুঃখিত। আর সেজন্য আমি জনসমক্ষে দুঃখিত বলতে রাজি আছি। কিন্তু যে কারণে আমি প্রতিক্রিয়া দেখিয়েছি, আমি মনে করি সেটা সঠিক ছিল। এটা থেকে আমি সরে আসবো না।'

চিকিৎসকদের প্রতি তার সবসময়ই  শ্রদ্ধাবোধ ছিল ও আছে উল্লেখ করে মাশরাফি বলেন, 'আমার পরিবারেও ডাক্তার আছেন। আমি ডাক্তারদের কী পরিমাণ শ্রদ্ধা ও সম্মান করি সেটা আপনারা অতীতেও দেখেছেন। তাদের প্রতি আমার শ্রদ্ধা এখনো আগের মতোই আছে।'

Bootstrap Image Preview