Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০২:০৪ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ০২:০৪ PM

bdmorning Image Preview


জীবননগর একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ১টি দেশিয় হাসুয়া ও ১টি দেশিয় চায়নিজ কুড়ালসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে জীবননগর থানা পুলিশ।

সোমবার (২৯ এপ্রিল) জীবননগর উপজেলা শহরের শাপলাকলিপাড়ায় গভীর রাতে ডাকাতি প্রস্তুতিকালে পুলিশ-জনতার যৌথ অভিযানে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। 

আটকৃত ব্যক্তিরা হলেন- জীবননগর উপজেলার শাপলাকলি পাড়ার ৭নং ওয়ার্ডের মৃত মঈনুল হকের ছেলে রিয়াজ (২৪), ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাকোশ পোতা গ্রামের শুকুর আলীর ছেলে হুসাইন শেখ (২৫) ও একই উপজেলার রায়পুর গ্রামের পুর্বপাড়ার মৃত চাঁন্দ আলী শেখের ছেলে বিল্লাল শেখ (৩৫)।

দুদিনের ব্যবধানে একই স্থানে দু’টি ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার পৌর শহরের শাপলাকলিপাড়ায় রবিবার (২৮ এপ্রিল)  রাতে মিছরী ব্যবসায়ী রফিকুল ইসলামের বাড়িতে রাত এগারটার দিকে ৪-৫ জন দুর্বৃত্ত প্রবেশ করে নগদ দেড় লক্ষাধিক টাকাসহ তিন লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এদিকে এ ঘটনার দুদিনের মাথায় সোমবার গভীর রাতে ৫-৬ জন ডাকাত একই এলাকার বাসিন্দা অবসর প্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলামের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় এলাকাবাসী কৌশলে থানা পুলিশকে খবর দেয়।

এ সংবাদে পুলিশ সেখানে দ্রুত পৌছান এবং স্থানীয় জনতার সহযোগীতায় অভিযান চালিয়ে হাতেনাতে তিন ডাকাতকে গ্রেফতার করেন। পুলিশ এসময় একটি পিস্তল ও দু’রাউন্ড তাজাগুলিসহ দেশিয় তৈরি একটি চাইনিজ কুড়াল এবং দেশিয় অস্ত্র হাসুয়া উদ্ধার করে।

এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, জীবননগর পৌর শহরের শাপলাকলিপাড়ায় সোমবার রাত ২টার সময় ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌছান এবং জনতার সহযোগীতায় অভিযান চালিয়ে একটি পিস্তল, দুই রাউলগুলি, একটি চাইনিজ কুড়াল ও দেশিয় অস্ত্র হাসুয়াসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হুসাইন, রিয়াজ ও বিল্লালকে গ্রেফতার করি।

এ ঘটনায় থানায় একটি মামলা দ্বায়ের করা  হয়েছে। গ্রেফতারকৃতদেরকে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানান তিনি। 

Bootstrap Image Preview