Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৬:২৪ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৬:২৮ PM

bdmorning Image Preview


মাগুরা সদরের রামদেরগাতি গ্রামের সবজি বিক্রেতা সুব্রত প্রমাণিক আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে সুদ ব্যবসায়ী নায়েব আলীর বিচার দাবিতে মাগুরায় সংবাদ সম্মেলন হয়েছে। জেলখানায় আটক নায়েব আলীর লোকজন ওই পরিবারটিকে মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা।

আজ সোমবার দুপুরে মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি বিভূতোষ রায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক সুব্রতর মা তৃপ্তি প্রামাণিক ও স্ত্রী পূর্ণিমা প্রামানিকসহ তাদের শিশু সন্তান শৈশব, তিন্নি ও তিতলী। 

সুব্রত প্রামাণিকের বিধবা স্ত্রী পূর্ণিমা প্রামাণিক জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে একদিকে আমাদের পরিবার মানবেতর জীবন-যাপন করছে। অন্যদিকে মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে নায়েব আলীর লোকজন অবৈধ টাকা ছড়াচ্ছে। এমনকি রাতের আধারে মুখে গামছা বেধে অপরিচিত লোকজন মোটরসাইকেল নিয়ে তাদের বাড়ির আশপাশে ঘোরাঘুরি করে ভীতি সঞ্চার করার চেষ্টা চালাচ্ছে। তিনি প্রশাসনকে বিষয়টিতে দৃষ্টি দেয়া ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত অধিকার আন্দোলন মাগুরা জেলা কমিটির সভাপতি বলরাম বসাক, সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাস, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক রূপক আইচসহ অন্যরা। 

Bootstrap Image Preview