Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৬০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০১:৫২ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ০১:৫৩ PM

bdmorning Image Preview


ক্লাব ক্যারিয়ারে ৬০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু পর্তুগিজ তারকার এমন কীর্তির রাতে আটকে গেছে চ্যাম্পিয়ন জুভেন্টাস। শনিবার রাতে সিরি আ ম্যাচে ইন্টার মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র করে আগের ম্যাচে শিরোপা নিশ্চিত করা জুভরা।

প্রতিপক্ষের মাঠে শনিবার ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পড়েছিল জুভেন্টাস। গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন রাদজা নাইনগোলান। মাতেও পলিতানোর ফ্লিকে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক ভলিতে বল জালে পাঠান বেলজিয়ান মিডফিল্ডার।

পিছিয়ে থেকেই বিরতিতে যাওয়া জুভেন্টাস সমতায় ফেরে ৬২ মিনিটে। সতীর্থ মিরালেম পিয়ানিকের ব্যাকহিল থেকে বল পেয়ে নিচু শটে বল জালে পাঠিয়ে ৬০০তম গোল পূর্ণ করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

ক্লাব ফুটবলে রোনালদো এই ‘৬০০’ অফিসিয়াল গোল করলেন মোট ৮০৩ ম্যাচে। ৪টি ক্লাবের হয়ে। ক্যারিয়ারের শুরুতে স্বদেশি ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচে করেছেন ৫টি গোল। এরপর ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৯২ ম্যাচে করেছেন ১১৮ গোল।

এরপর ৩৪ বছর বয়সী রোনালদো ক্যারিয়ারের সবচেয়ে লম্বা সময়টা কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে। সেখানে টানা নয়টি মৌসুমে ৪৩৮ ম্যাচেই করেছেন ৪৫০ গোল। অথাৎ প্রতি মৌসুমে গড়ে ৫০টি করে গোল করেছেন তিনি। বাকি ২৭টি গোল তিনি করলেন বর্তমান ক্লাব জুভেন্টাসের হয়ে। ক্লাব ফুটবলের বাইরে পর্তুগাল জাতীয় দলের হয়েও ৮৫ গোল করেছেন পাঁচবারের বর্ষসেরা রোনালদো।

এদিকে ক্লাব ফুটবলে ৬০০ গোলের মাইলফলকের দিতে ধাবিত হচ্ছেন বার্সা সুপারস্টার লিওনেল মেসি।রোনালদোর মাইলফলক ছোঁয়ার রাতে বার্সেলোনার হয়ে ৫৯৮তম গোল করেছেন তিনি। মানে আর মাত্র দুটি গোল হলেই ‘৬০০’ ছুঁয়ে ফেলবেন মেসি।

Bootstrap Image Preview