Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ১২:২২ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ১২:২২ PM

bdmorning Image Preview


গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনালের লড়াইয়ে বাঘিনীদের মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ রানার্সআপ মঙ্গোলিয়া।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে কিরগিজদের ২-১ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠে লাল-সবুজের দল।

অন্যদিকে এ’ গ্রুপের প্রথম ম্যাচে তাজিকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে মিশন শুরু করেছিল মঙ্গোলিয়া। আবার নিজেদের প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ৫-০ ব্যবধানে হারিয়েছে লাওস। গ্রুপ রানার্স আপ হিসেবে মঙ্গোলিয়া পাচ্ছে স্বাগিতক বাংলাদেশকে। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন লাওস পাচ্ছে কিরগিজস্তানকে।

আগামী ২৯ এপ্রিল প্রথম সেমিফাইনালের  লড়াইয়ে নামবে লাওস ও কিরগিজস্তান। এরপর দিন অথাৎ মঙ্গলবার (৩০ এপ্রিল) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশকে মোকাবেলা করবে মঙ্গোলিয়া। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

Bootstrap Image Preview