Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে লিডার্সের ইউনিয়ন যুব ফোরামের সভা অনুষ্ঠিত

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ১২:০৭ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ১২:১৪ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন যুব ফোরাম গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) এ সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যডঃ মোঃ শোকর আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলী আশরাফ।

সভায় আরও উপস্থিত ছিলেন- ইউপি সদস্য আজিজুল হক, মহিলা সদস্য হালিমাণ কামরুল, গ্রাম আদালত সহকারী অনুপম ঘোষ, লিডার্সের প্রোগ্রাম সমন্বয়কারী হরিদাস কুমার ঢালী, ফিল্ড ফ্যাসিলিটেটর সাদ্দাম হোসেন, শ্যামল কুমার মন্ডল, সীমা মন্ডল প্রমুখ। 

সভায় বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলী আশরাফ বলেন, যে চেতনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সেই চেতনা দিয়ে আজকের যুব সমাজকে একত্রিত করে দেশকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত করতে হবে। সমাজ পরিবর্তনের যে উদ্যোগ লিডার্স গ্রহণ করেছে সেটি মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে সমাজ গঠনে সহায়ক হবে।

এছাড়া সভায় ২৭ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি এবং ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। বেসরকারী সংস্থা লিডার্স এর আয়োজনে এবং লিডার্স এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ইয়ুথ মোবিলাইজেশন ফর সোসাল চেঞ্জ কার্যক্রমের আওতায় এ ফোরাম গঠন হয়।

Bootstrap Image Preview