Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মৌসুমে দ্বিতীয় শিরোপার স্বাদ পেল বার্সা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ১০:৩৫ AM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ১০:৩৫ AM

bdmorning Image Preview


জিতলেই শিরোপা-এমন সমীকরণ সামনে রেখে লেভান্তের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। সেই সমীকরনটাকেই বাস্তবে রূপ দিলেন লিওনেল মেসি। লিওনেল মেসির করা একমাত্র গোলে লেভান্তেকে হারিয়ে লা লিগার ২৬তম শিরোপা ঘরে তুলেছে আর্নেস্তো ভালভার্দের দল। এটি টানা দ্বিতীয় শিরোপা জয় আর্নেস্তো ভালভার্দের।

তিন ম্যাচ বাকি থাকতেই ৮৩ পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয় ও শেষ ১১ মৌসুমে অষ্টম লিগ শিরোপা জিতল বার্সেলোনা। সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৬তম শিরোপা। স্পেনের শীর্ষ লিগে সর্বোচ্চ ৩৩ শিরোপা জয়ের রেকর্ড রিয়াল মাদ্রিদের। তাদের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ জিতেছে ১০ বার।

উৎসবের মতো ম্যাচটা বর্ণিল ছিলো না লেভান্তের বিপক্ষে। প্রথমার্ধ্ব সামলাতে লিওনেল মেসিকে ছাড়াই একাদশ সাজান কোচ ভালভার্দে। তবে কুতিনিয়ো-সুয়ারেজ-ডেম্বেলেদের শট গুলো গোলপোস্টের আশপাশ দিয়ে বেরিয়ে যায়। গোলশূন্য থেকে বিরতী।

ফিরেই কুতিনিয়োকে উঠিয়ে মূল অস্ত্র এলএমটেনকে নামান বার্সা বস। ফলাফল আসতে দেরি হয়নি। ৬২ মিনিটে মেসিই এগিয়ে দেন দলকে। আর্তুরো ভিদালের অ্যাসিস্টে মেসি জাদুতে জয় সূচক গোল কাতালুনিয়ার জায়ান্টদের। এবারের লিগের সর্বোচ্চ গোলদাতা মেসির মোট গোল হলো ৩৪টি।

চলতি মৌসুমে কোপা দেল রের পর লা লিগা শিরোপাও ঘরে তুলল বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগটাও জিততে পারলে ২০১৫ সালের পর আবার ‘ট্রেবল’ জয়ের আনন্দে মাতবেন মেসি-সুয়ারেজরা।

আগামী বুধবার লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ। তাই এখন বার্সার সব পরিকল্পনা এই ম্যাচকে ঘিরে। 

Bootstrap Image Preview