Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ১০:২৮ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০১৯, ১০:৩১ PM

bdmorning Image Preview


জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সব অভিভাবক; মা-বাবা, শিক্ষক, গুরুজন, আত্মীয়-স্বজন এবং আমাদের মসজিদের ইমাম-মোয়াজ্জিন থেকে শুরু করে জনপ্রতিনিধি পর্যন্ত সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে- জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক সমাজের জন্য অভিশাপ, এই জঙ্গিবাদের কারণে সন্ত্রাসের কারণে কতো নিরীহ মানুষ জীবন দিচ্ছে। এর থেকে আমাদের দেশকে মুক্ত রাখতে হবে, সমাজকে মুক্ত রাখতে হবে। সেজন্য আমি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, জনমত গড়ে তোলা এবং সবাইকে সচেতন করে তোলার জন্য আহ্বান জানাচ্ছি। 

দেশের ছেলে-মেয়েদের মেধা-মনন বিকশিত করার সুযোগ সরকার করে দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন আমাদের তরুণ সমাজ, যুব সমাজ এরাই হবে সোনার বাংলা গড়ার সোনার ছেলে-মেয়ে। সেই সোনার ছেলে-মেয়ে আমরা গড়ে তুলবো। তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। 

শেখ হাসিনা বলেন, খেলাধুলায় আরও বেশি উৎকর্ষতা অর্জন হোক সেটাই আমি চাই। এজন্য আমাদের সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা করবো।

তিনি বলেন, আমি এইটুকু বিশ্বাস করি, ভবিষ্যতে এই ছেলে-মেয়েদের মধ্য থেকেই কেউ না কেউ মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, সংসদ সদস্য হবে, শিক্ষক হবে, ক্রীড়াবিদ হবে। সেজন্য আমরা আমাদের ছেলে-মেয়েদের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত গড়ে তুলতে চাইছি।

শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি চর্চার প্রতিটি ক্ষেত্রে তরুণ সমাজ, যুব সমাজ, শিশুদের সম্পৃক্ত করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা খেলাধুলার প্রতিযোগিতা যেমন প্রাথমিক পর্যায় থেকে স্কুল পর্যায়ে নিয়ে এসেছি, তেমনি বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ও সম্পৃক্ত। ভবিষ্যতে আমরা আন্তঃকলেজ প্রতিযোগিতা শুরু করবো। এতে আমরা ভবিষ্যতে আরও ভালো খেলোয়াড় পাবো। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবো। একসময় আমরা বিশ্বকাপ জয় করবো।

Bootstrap Image Preview