Bootstrap Image Preview
ঢাকা, ০১ সোমবার, জুন ২০২০ | ১৭ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

শেয়ারবাজার বিষয়ক রিপোর্টিং কর্মশালা ৩০ এপ্রিল

অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০৬:০৬ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ০৬:০৬ PM

bdmorning Image Preview


শেয়ারবাজার বিষয়ক এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের উপর প্রশিক্ষণ কর্মশালা ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এর যৌথ আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

সিএমজেএফ সাধারণ সম্পাদক মনির হোসেনের গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে এই কর্মশালাটি ২৮ এপ্রিল রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণ বশত সময় সূচিতে ২দিন পেছানো হয়েছে। নতুন সিডিউল অনুসারে আগামী ৩০ এপ্রিল, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত রাজধানীর পল্টনের হোটেল ফারসে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, কর্মশালায় অংশ নেয়ার জন্য আগামী ২৮ এপ্রিলের মধ্যে সিএমজেএফের কার্যনির্বাহী কমিটির সদস্য নিয়াজ মাহমুদের কাছে নিবন্ধনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

এক্ষেত্রে অংশগ্রহণকারীর নাম, প্রতিষ্ঠানের নাম এবং রিপোর্টারের পদবী ইংরেজি অক্ষরে এসএমএসের মাধ্যমে নিয়াজ মাহমুদের এই নম্বরে  ০১৯২০৮৯২২২৪ পাঠাতে হবে। এই কর্মশালায় সিএমজেএফের সদস্যদের বাইরেও শেয়ারবাজারের নিয়মিত রিপোর্টাররা অংশ নিতে পারবেন।

তবে কর্মশালায় আসন সংখ্যাসীমিত এবং সবাইকে সার্টিফিকেট দেয়া হবে। তাই কোনোভাবেই নিবন্ধন ছাড়া অংশ নেয়া যাবে না। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

Bootstrap Image Preview