Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সন্দেহভাজন ৬ হামলাকারীর ছবি প্রকাশ শ্রীলংকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০২:৩৩ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ০২:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


শ্রীলংকায় ইস্টার সানডের দিনে সিরিজ বোম হামলার ঘটনায় সন্দেহভাজন ছয়জনের ছবি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে তিনজন নারী।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্দেহভাজন ছয়জনের ছবি প্রকাশ করে তাদের সম্পর্কে জনগণের কাছ থেকে তথ্য চেয়েছে পুলিশ। খবর এনডিটিভির

হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে শুক্রবার পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পুলিশি হেফাজতে আছেন ৭৬ জন।  

পুলিশের ধারণা, নয়জন আত্মঘাতী হামলাকারী এই সিরিজ বোমা হামলায় অংশ নেয়। তারা স্থানীয় সন্ত্রাসী গ্রুপ জাতীয় তাওহীদ জামাতের (এনটিজে) সদস্য। 

গ্রেফতারকৃতদের মধ্যে বেশিরভাগই তাওহীদ জামাতের সদস্য। এই গ্রুপটি হামলার জন্য দায়ী করছে শ্রীলংকার সরকার, যদি আইএস হামলার দায় স্বীকার করেছে। 

হামলার ঘটনা অনুসন্ধানে কয়েক হাজার সদস্য নিযুক্ত করা হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে দেশজুড়ে অতিরিক্তি ৫ হাজার সেনা সদস্য নিয়োগ করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার ইস্টার সানডের সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী কলম্বো ও তার আশপাশে গির্জা ও হোটেলে সবমিলিয়ে আটটি স্থানে বিস্ফোরণে ২৫৩ জনা মারা যান। এছাড়া আহত হয় ৫শ'র বেশি মানুষ।

ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীরা রোববার সকালে গির্জায় প্রার্থনা করার সময় শ্রীলংকার রাজধানী কলম্বোর একটিসহ দেশটির তিনটি গির্জায় একযোগে বোমার বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময় কলম্বোর তিনটি পাঁচ তারকা হোটেল– শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবুরিতেও বোমার বিস্ফোরণ হয়।

Bootstrap Image Preview