Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শান্তি প্রতিষ্ঠা পুরোপুরি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল: কিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ১২:৫০ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ১২:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন বলেছেন, চলতি বছরের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার শীর্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র বিশ্বাস ভঙ্গ করেছে। তিনি আরও বলেছেন, কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি পুরোপুরি ওয়াশিংটনের ওপর নির্ভর করছে। 

বৃহস্পতিবার (২৫ মার্চ ) রাশিয়ার ভ্লাদিভস্তকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে কিম এসব কথা বলেন।

কিম জং-উন পুতিনকে বলেছেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি এখন একটি সংকটময় অবস্থায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্র সাম্প্রতিক শীর্ষ বৈঠকে বিশ্বাস ভঙ্গ করে আধিপত্যকামী মনোভাব দেখানোর কারণে এই পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যেতে পারে বলেও কিম সতর্ক করে দিয়েছেন।

আমেরিকা শান্তি আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে পিয়ংইয়ং অভিযোগ করার এক সপ্তাহ পর কিম জং-উন এ বক্তব্য দিলেন।

এদিকে গতকালের বৈঠকে প্রেসিডেন্ট পুতিন এই বিরোধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করে বলেন, কিম জং-উনকে তার পরমাণু অস্ত্র ধ্বংসের বিনিময়ে আন্তর্জাতিক নিরাপত্তা গ্যারান্টি দিতে হবে।

প্রসঙ্গত,গত ফেব্রুয়ারি মাসে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ট্রাম্প ও কিমের শীর্ষ বৈঠকে দুই দেশের মধ্যকার সংলাপ ভেঙে যায়। ওই বৈঠকে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের ভবিষ্যৎ নির্ধারণে ব্যর্থ হন দুই নেতা। হ্যানয় বৈঠকে নিজের পরমাণু নিরস্ত্রীকরণের বিনিময়ে তার দেশ থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়ার দাবি জানান কিম জং-উন, যা ডোনাল্ড ট্রাম্প মেনে নেননি।

Bootstrap Image Preview