Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, জুলাই ২০১৯ | ৩ শ্রাবণ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

বাংলা ভাষায় মেসির ফেসবুক বার্তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ১২:২২ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ১২:২২ PM

bdmorning Image Preview


ক্রিকেটে বাংলাদেশের যতটা নাম ডাক ততটা নাম নেই ফুটবলে। তাই বলে ফুটবলের কম সমর্থক নেই বাংলাদেশ। বাংলাদেশের ফুটবল প্রেমীরা রাত জেগে লা লিগার নিজের পছন্দের তারকার ম্যাচ দেখে থাকেই। সেই তালিকায় প্রথম সারিতে আছেন বার্সা তারকা লিওনেল মেসির ম্যাচ।

বাংলাদেশের ছোটো বড় অনেক উৎসব বার্সালোনর ভোরিফাইয়েড ফেসবুক অথবা টুইটারে শুভেচ্ছা জানায়। সেই শুভেচ্ছা বারআ কখনো কখনো বাংলায় আবার কখনো ইংরেজিতে। তবে এবার সয়ং বার্সা তারকা লিওনেল মেসি বাংলায় স্ট্যাটাস দিয়ে চমকে দিলেন সবাইকে। 

গেল বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন মেসি। তাতে বার্সার প্রয়াত কোচ টিটো ভিলানোভার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে বাংলায় লিখেছেন- সবসময় আমাদের সাথে।

মূলত পরপারে পাড়ি জমানো কোচকে স্মরণ করতে বাংলাকে বেছে নিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। স্ট্যাটাসে বাংলা ছাড়াও স্প্যানিশ ও ইংরেজিতে একই কথা লিখেছেন তিনি।

মেসির পেজের ফলোয়ার ৮৯ মিলিয়ন। প্রিয় তারকার এমন স্ট্যাটাস পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশি ভক্তরা। মেসির স্ট্যাটাসের বিপরিতে অনেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। কেউ ভালোবাসার কথা জানাচ্ছেন। কেউ আবার প্রয়াত কোচের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

এর আগে সবশেষ বাংলা নববর্ষে (পহেলা বৈশাখ) শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেয় লা লিগা কর্তৃপক্ষ।

Bootstrap Image Preview