Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদক ব্যবসায়ীকে সহযোগীতার দায়ে টিয়া পাখি জেলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ১১:৩৪ AM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ১১:৪৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মাদক বিক্রেতাকে সাহায্য করার দায়ে জেলে যেতে হয়েছে এক টিয়া পাখিকে। এমন ঘটনা ঘটেছে ব্রাজিলে। 

জানা যায়, অভিযুক্ত ওই টিয়া পাখিটি এক মাদক ব্যবসায়ীর। দেশটির পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে গোপনে গ্রেফতার করতে গেলে ওই বাড়িতে থাকা টিয়া পাখিটি চিৎকার করে বলতে থাকে মামা পুলিশ।

তবে পুলিশ টিয়া পাখিসহ ঐ ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন মাদক ও বিপুল পরিমাণে টাকা উদ্ধার  করা হয়েছে।

ওই অভিযানে যাওয়া এক পুলিশ কর্মকর্তা জানায়, টিয়া পাখিটিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। যতই পুলিশ ওই বাড়ির কাছে যাচ্ছিলো ততই টিয়া পাখিটি চিৎকার করতেছিল।

ব্রাজিলের একজন স্থানীয় সাংবাদিক জানায়, টিয়া পাখিটি মালিকের অনেক অনুগত। আটক হওয়ার পর আর একটি কথাও বলেনি।

তবে আলেকজান্ডার ক্লার্ক নামে একজন পশু চিকিৎসক বলেন, পাখিটি ওই মাদক ব্যবসায়ীকে কোন সাহায্য করেনি।

এদিকে এনবিসির খবরে বলা হয়েছে, টিয়া পাখিটিকে বর্তমানে একটি চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে। ওইখানে তাকে ৩ মাস রাখা হবে। এরপর উড়তে শিখলে ছেড়ে দেয়া হবে।

 

Bootstrap Image Preview