Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফের ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড মোজাম্বিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ১১:১৭ AM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ১১:৪৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মোজাম্বিকে ঘূর্ণিঝড় ইদাইয়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে আবারও ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ঘূর্ণিঝড় কেনেথের আঘাতে দেশটির উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি।

মোজাম্বিকের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (আইএনজিসি) জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২২০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের আঘাতে কমোরোস দ্বীপে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

আইএফআরসির জ্যামি লেসেউর জানায়, পুরো দেশের সঙ্গে বেইরার সড়ক যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। এরপরও স্থানীয় লোকজনের অসাধারণ সহযোগিতায় শহরের সড়কগুলো পুনরায় চালু করা হয়েছে।

প্রসঙ্গত, গত মাসে ঘূর্ণিঝড় ইদাইয়ের আঘাতে দেশটিতে কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছে। মোজাম্বিক, মালাওয়ি এবং জিম্বাবুয়েতে ঘূর্ণিঝড় ইদাইয়ের তাণ্ডবে ৯ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। কমপক্ষে ৩০ লাখ মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। এর মধ্যেই নতুন করে ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

Bootstrap Image Preview