Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সব জল্পনার অবসান ঘটিয়ে প্রার্থীতা ঘোষণা করলেন জো বাইডেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ১১:১৫ AM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ১১:১৫ AM

bdmorning Image Preview


সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার সকালে এক ভিডিও বার্তায় বাইডেন এই ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, আমার মনে আর কোনো সংশয় নেই। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবার বাসনায় মনোনয়ন যুদ্ধে নামলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এই ভিডিও বার্তায় বাইডেন আরো বলেন, ‘বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যদি আরো চার বছর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়, তাহলে এই দেশের চরিত্র সম্পূর্ণ বদলে যাবে। আমি নীরবে দাঁড়িয়ে থেকে তা ঘটতে দিতে পারি না।’

তাকে নিয়ে এ পর্যন্ত মোট ২০ জন ডেমোক্র্যাট নেতা এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণের কথা ঘোষণা করলেন। সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, এদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন বাইডেন।

তার কাছাকাছি আছেন ৭৭ বছর বয়সী সিনেটর বার্নি স্যান্ডার্স। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মধ্যপন্থি হিসেবে জো বাইডেন মার্কিন জনগণের কাছে তার প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্স বা বাম ঘেঁষা অন্য প্রার্থীদের তুলনায় অধিক গ্রহণযোগ্য বিবেচিত হবেন। -বিবিসি

Bootstrap Image Preview