Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দিনাজপুরসহ ৪ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

 জাকির হোসেন, দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ১১:১০ AM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ১১:১০ AM

bdmorning Image Preview


দিনাজপুরসহ ৪ জেলায় শুরু হওয়া অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেয় পরিবহন শ্রমিকরা। রাত ৮ টা থেকেই শুরু হয়েছে যান চলাচল।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দিনাজপুর ডিসি কার্যালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়।

বৈঠকে নিহত বাস চালক জালাল উদ্দিনের ভূমিহীন পরিবারকে ৫ শতক জমি প্রদান, আড়াই লাখ টাকা ব্যায়ে ওই জমিতে বসবাসের জন্য বাড়ি তৈরি এবং প্রতিমাসে তার পরিবারকে ৩ হাজার টাকা দেয়ার আশ্বাস দেন ডিসি মাহমুদুল আলম।

বৈঠকে ডিসি মাহমুদুল আলম, অতিরিক্ত ডিসি বজলুর রশিদ, অতিরিক্ত এসপি কাজেম উদ্দিন, বাংলাদেশ মোটর পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল গফুর মিয়া, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারীসহ পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলার পরিবহন শ্রমিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধর্মঘট প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন, আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এরমধ্যেই সবরুটে যানবাহন চলাচলের জন্য শ্রমিক সংগঠনগুলোকে জানিয়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল সোমবার দিবাগত রাতে কোচ নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে চট্টগ্রামের কর্ণফুলি থানার শিকলবাহা এলাকায় পৌঁছলে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন লোক নৈশকোচে ৩০ হাজার পিস ইয়াবা আছে এই অভিযোগে বাসচালক নিহত জালাল উদ্দিনকে একটি নির্জন স্থানে নিয়ে মারধর করে আহত করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে নৈশকোচের সহকারী রাফিসহ অন্যরা জালালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত জালাল দিনাজপুর সদর উপজেলার দরবারপুর হেলেঞ্চাকুড়ি গ্রামের আফজাল হোসেনের ছেলে এবং শ্যামলী পরিবহনের নৈশ কোচের চালক ছিলেন।

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন দিনাজপুরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়। এতে চরম বিপাকে পড়েন যাত্রীরা। সন্ধ্যায় প্রশাসনের সাথে বৈঠকের পর পরিবহন শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার করায় চরম দুর্ভোগ থেকে রক্ষা পায় যাত্রীরা।

Bootstrap Image Preview