Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘরে ঢুকে পড়ল জিপ, ঘুমন্ত চার শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৯:০৫ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০৯:০৫ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের রাঙ্গুগুনিয়া উপজেলায় কাঠবোঝাই একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাটায় শ্রমিকদের ঘরে ঢুকে পড়লে ঘুমন্ত চার ইটভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাবতল গ্রামের সড়কের পাশেই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই নোয়খালী জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। কাঠ বোঝাই করে জিপ গাড়িটি চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন বলে স্থানীয়রা জানায়।

নিহতরা হলেন- মো. জাফর (৩৫), মো. রিয়াদ (১৮), মো. নাজিম (২২) এবং মো. মুনাফ (৫২)। নিহত শ্রমিকদের বাড়ি নোয়াখালীর হাতিয়ায় বলে জানা গেছে। তাদের মরদেহে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে, আহত মো. বেচু (১৫), মো. নাজিম উদ্দিন (১২) এবং মো. সিদ্দিককে (৩০) চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, কাঠবোঝাই একটি জিপ (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার ইসলামপুর-গাবতল সড়কের পাশে টিনশেড ঘরে ঢুকে গেলে সেখানে ঘুমন্ত অবস্থায় থাকা ৪ শ্রমিক মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন আহতদের মধ্যে মো. বেচু গুরুতর আহত হলেও অন্যদের আঘাত তেমন গুরুতর নয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারটি মরদেহ ও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Bootstrap Image Preview