Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপির এমপি জাহিদুলের শপথ নিয়ে মুখ খুললেন ফখরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৮:৪১ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০৮:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ঠাকুরগাঁও-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত জাহিদুর রহমান শপথ নেওয়াকে গর্হিত অপরাধ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া জাহিদুরের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা দল নেওয়া হবে জানান তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে এসব কথা জানান বিএনপির এই মুখপত্র।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটা সে (জাহিদ) দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে (শপথ নিয়েছে) করেছে। এটা অত্যন্ত গুরুতর অপরাধমূলক কাজ করেছে। দলের সিদ্ধান্ত আছে আমরা সংসদে শপথ নেব না। এই সিদ্ধান্তের বাইরে কাজ করেছে মানে দলের সিদ্ধান্তে বাইরে সে কাজ করেছে।’

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘সে (জাহিদ) দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে। সে তো নির্বাচিত হয়েছে বিএনপি থেকে ধানের শীষ নিয়ে। আর দলের সিদ্ধান্তের বাইরে শপথ নেওয়া মানে দলের সাথে কিছুটা প্রতারণা করেছে, এটা গর্হিত অপরাধ। দল এ ব্যাপারে অবশ্যই সাংগঠনিক সিদ্ধান্ত নেবে।’

ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত অন্য চারজন সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘কেউ যাতে শপথ না নেয় সেটা দলীয় কার্যালয়ে তাদের ডেকে দলের সিদ্ধান্ত অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। ওই চারজন সবাই দলের সিদ্ধান্ত জানেন।’

বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

এদিকে সকাল সাড়ে ১১টায় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন জাহিদুর রহমান জাহিদ।

দলকে উপেক্ষা করে শপথ নেওয়ায় জাহিদকে গণদুষমন বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ৮ জনপ্রতিনিধি জয়ী হন। ভোট ডাকাতির অভিযোগ তুলে ঐক্যফ্রন্ট এই নির্বাচনে ফল বর্জন করে। সেই সঙ্গে ঐক্যফ্রন্টের কোনো প্রতিনিধি সংসদে শপথ না নেয়ার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত না মেনে আজ শপথ নিলেন বিএনপির জাহিদ। এর আগে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত দুই নেতা সুলতান মনসুর ও মোকাব্বির খান শপথ নিয়েছিলেন।

Bootstrap Image Preview