Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নড়িয়ায় নিখোঁজের ৭ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৬:৫৫ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০৬:৫৫ PM

bdmorning Image Preview
প্রতীকী


শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নিখোঁজের ৭ দিন পর বোরহান বেপারী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নড়িয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার ঘড়িসার ইউনিয়নের বারৈপাড়া এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বোরহান বেপারী উপজেলার ঘড়িসার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বারৈপাড়া গ্রামের মৃত সামসুল হক বেপারীর ছেলে। তিনি ওয়ার্কসপের কাজ করতেন। গত জানুয়ারিতে বিয়ে করেছেন তিনি।

পুলিশ ও স্থানীয়ভাবে জানা যায়, গত শুক্রবার বিকেলে নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের হালইসার গ্রামে শশুরবাড়িতে স্ত্রীকে আনতে বের হন বোরহান। সেইদিন থেকে নিখোঁজ হন তিনি। পরিবার ও আত্মীয় স্বজন খোঁজাখুঁজির পরও তাকে পায়নি।

বুধবার সকাল থেকে মরদেহের পঁচা গন্ধ বারৈপাড়া এলাকায় ছড়িয়ে পরে। গন্ধ কোথা থেকে আসে খুঁজে পাচ্ছিল না এলাকাবাসী। পরে বৃহস্পতিবার সকালে গ্রামের মতি লাকরিয়ার পরিত্যক্ত পুকুরে মরহেদটি দেখতে পেয়ে নড়িয়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বেলা ১২টার দিকে বোরহানের মরদেহটি উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত বোরহানের বড় ভাই লাল মিয়া বেপারী জানান, গত শুক্রবার বিকেলে স্ত্রী শিল্পী আক্তারকে আনতে বের হয় বোরহান। পরে আর খোঁজ মিলেনি তার। আজ পাওয়া গেল বোরহানের মরদেহ।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) কামরুল হাসান বলেন, এলাকাবাসী একটি লাশ দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সাতদিনে লাশ গলে পঁচে গেছে। লাশের সাথে মোবাইল ও জুতা দেখে পরিবার সনাক্ত করেছে এটা বোরহানের লাশ।

Bootstrap Image Preview