Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অস্ত্র-গুলিসহ শফিক বাহিনীর ৬ সন্ত্রাসী গ্রেফতার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৬:৩৮ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০৬:৩৮ PM

bdmorning Image Preview


নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী শফিক বাহিনীর ৬ সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব।

গত বৃহস্পতিবার ভোরে র‌্যাব-১১ এর একটি দল নরসিংদী শহরের সাটিরপাড়া শিববাগ মোড় এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সন্ত্রাসীরা হচ্ছেন- শফিকের সেকেন্ড ইন কমান্ড সাটিরপাড়া মহল্লার মোঃ আনিসুল হক (৩৮), একই মহল্লার রাজু ভৌমিক (৩০), করিমপুর গ্রামের মোঃ পাপন মিয়া (২২), রাঙামাটি মহল্লার মোঃ ফজলে রাব্বি (২৬), কাউরিয়াপাড়ার মহল্লার মোঃ রাব্বি (২৩) ও মধ্য শিলমান্দী গ্রামের মোঃ মাসুদ মিয়া (৩০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-১১ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে ৬ সন্ত্রাসীকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ২টি বিদেশি রিভলবার, ৭৮ রাউন্ড রিভলবারের গুলি, ৪২ রাউন্ড শর্টগানের গুলি, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল এবং একটি চাকু উদ্ধার করা হয়।

বৃস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে নরসিংদী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল কাজী শমসের উদ্দিন সাংবাদিকদের এসব তথ্য জানান।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন র‌্যাব এর অতিরিক্ত পুলিশ সুপার আলেফ উদ্দিন, এএসপি মোঃ মশিউর রহমান এবং ইন্সপেক্টর মোঃ জহিরুল ইসলাম।

লে. কর্ণেল কাজী শমসের উদ্দিন তা আরও জানান, বিভিন্ন অপরাধে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। অস্ত্র উদ্ধারের জন্য তাদের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২৬ মার্চ নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী বাহিনী প্রধান মোঃ শফিকুল ইসলাম র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর তার পুরো বাহিনীটি আনিসুল হক আনিসের নিয়ন্ত্রণে চলে যায়। ধৃত আনিসুল হক শফিকের সেকেন্ড ইন কমান্ড ছিল বলে র‌্যাব জানায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী থানাসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও অস্ত্রসহএকাধিক মামলা রয়েছে।

Bootstrap Image Preview