Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রানাপ্লাজা ধসের ষষ্ঠবর্ষে গায়ে আগুন দিয়ে ‘আত্মহত্যা’ উদ্ধার কর্মী  হিমুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৬:৩৩ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০৬:৩৩ PM

bdmorning Image Preview


২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় আটকেপড়াদের উদ্ধারে অন্যতম কর্মী ছিলেন নওশাদ হাসান হিমু (২৭)। গতকাল বুধবার ওই ট্র্যাজেডির ষষ্ঠবার্ষিকীতে নিজ শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছে।

আজ বৃহস্পতিবার সকালে সাভারের বিরুলিয়া থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিরুলিয়ার শ্যামপুর এলাকার আবদুল হক মোল্লার বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, বিরুলিয়ার শ্যামপুর এলাকার আবদুল হক মোল্লার বাড়িতে একাই বসবাস করতেন তিনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সায়েম এ ব্যাপারে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি হিমু শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে বিষয়টি জানানো হবে।’

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের ভবনে আটকেপড়াদের উদ্ধারে অন্যতম ভূমিকা রাখেন হিমু। ভবনের ভেতর থেকে নিজেই আহত অনেক ব্যক্তিকে উদ্ধার করেন তিনি। গতকাল ২৪ তারিখ ছিল রানা প্লাজা ধসের ষষ্ঠবার্ষিকী।

এদিকে, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি সৈকত মল্লিক জানান, হিমু তাদের সংগঠনের কর্মী ছিলেন। “রানা প্লাজা ভেঙ্গে পড়ার পর আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলাম। সেই ঘটনায় হিমু খুবই বিমর্ষ হয়ে পড়েছিলো।”

Bootstrap Image Preview