Bootstrap Image Preview
ঢাকা, ০৬ শনিবার, জুন ২০২০ | ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

ইনজুরিতে  স্টিভ রোডস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৬:২৭ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০৬:২৭ PM

bdmorning Image Preview


আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে শিষ্যদের ইনজুরি নিয়ে দুশ্চিন্তায়  স্টিভ রোডস। কিন্তু মজার ব্যাপার হলো স্বয়ং রোডসই ইনজুরির শিকার হয়ে বসে আছেন!

বিষয়টি হাস্যকর হলেও চোটের শিকার হয়েছেন টাইগার দলের এই প্রধান কোচ।

বৃহস্পতিবার টাইগারদের চলমান অনুশীলন ক্যাম্পে নেটে ব্যাটিং প্র্যাকটিস করছিলেন মুশফিক। পাশের নেটে সবকিছু তদারকি করছিলেন রোডস।

এমন সময় মুশফিকের ব্যাট থেকে সজোরে আসা এক শট আঘাত করে রোডসকে। মুশফিকের ব্যাট থেকে আসা বল একটি লোহার পাইপে লেগে দিকবদল হয়ে রোডসের চোখের উপরে, কপালের বাঁপাশে অর্থাৎ ভ্রূতে আঘাত করে।

আঘাত পাওয়ার পর রোডসের ভ্রূতে ছোটখাটো প্লাস্টার লাগাতে হয়েছে। যদিও এই চোট গুরুতর কিছু নয়।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় এবং আসন্ন বিশ্বকাপের জন্য গত ২২ মে থেকে শুরু হয়েছিল টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। ২৯ এপ্রিল শেষ হবে বাংলাদেশের এই অনুশীলন ক্যাম্প।

এরপর ১লা জুন আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবে সাকিব-তামিমরা। ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করবে টাইগাররা।

Bootstrap Image Preview