Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তি প্রদান

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৫:১২ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০৫:১২ PM

bdmorning Image Preview


বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০১৭-২০১৮ অর্থবছরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে অরুন সারকী টাউন হল প্রাঙ্গণে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলামের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

অনুষ্ঠানে প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং বলেন, এই বৃত্তির টাকা ছেলেমেয়েদের পড়ালেখার ক্ষেত্রে অনেক উপকারে আসবে। যা তাদের শিক্ষা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি সকল শিক্ষার্থীদেরকে মন দিয়ে পড়াশুনা করে দেশের হাল ধরার জন্য আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ মকসুদুল আমীনসহ বিভিন্ন স্কুল কলেজে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এ বছর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে কলেজ পর্যায়ে ৩১৫ জন শিক্ষার্থীদের মাঝে ২২ লক্ষ ৫ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪১৭ জন শিক্ষার্থীদের মাঝে  ৪১ লক্ষ ৭০ হাজার টাকাসহ মোট ৭৩২ জন শিক্ষার্থীদের ৬৩ লক্ষ ৭৫ হাজার প্রদান করা হয়।

এ ছাড়াও বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলার সর্বমোট ২ হাজার দুইশ' ২২ জন শিক্ষার্থীদের মাঝে ১ কোটি তিরানব্বই লক্ষ চৌত্রিশ হাজার টাকা করা হয়।

Bootstrap Image Preview